দেহ-মন ও আত্মার সমন্বিত উন্নতিই হচ্ছে শিক্ষা, আর এ শিক্ষাই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবন উন্নয়নের নিয়ামত। বিশ্বের প্রতিটি দেশেই এ শিক্ষার জন্য চলছে ব্যপক কর্মযজ্ঞ। এরই ধারাবাহিকতায় শিক্ষা ক্ষেত্রে বযাপক উন্নয়নসহ জাতির ভবিষ্যৎ নাগরিকদের সু-শিক্ষিত ও কর্মমুখী করার নিমিত্তে সিলেট সেন্ট্রাল কলেজের প্রতিষ্ঠা । মানসম্পন্ন জ্ঞান অর্জনে সহায়তা, শিক্ষায় আধুনিকায়ন, সৎ, দক্ষ ও যোগ্য নাগরিক তৈরি, শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সঠিক নির্দেশনা এবং শিক্ষকদের উন্নত পাঠদানের মহান লক্ষ্যকে সামনে রেখে আমাদের পথ চলা।