আমাদের সাফল্য

বিদ্যালয়টির   মনোরম পরিবেশে অবস্থিত।  বিদ্যালয়টি ১৯৯৮ সনে এম,পি,ও ভুক্তি হয়।  বিদ্যালয়ের ই,আই আই এন নস্বর -১২৮১৯৯। বর্তমানে ৫১০জন  ছাত্র ছাত্রী পড়া লেখা করছে। ১১জন শিক্ষক শিক্ষিকা ১জন লাইব্রেরিয়ান, ১জন ৩য়,ও ২জন ৪র্থ শ্রেনীর কর্মচারী নিযুক্ত আছেন ।

 

প্রতিষ্ঠাকাল ঃ- ঐতিহ্যবাহী  উচ্চবিদ্যালয়টি ১৯৯৩ সনে প্রতিষ্ঠা করা হয়।

বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তালুকদার বংশের স্বনাম ধন্য ব্যাক্তি মোঃ আফজালুল হক (মনি) তালুকদার । তিনি একজন শিক্ষানুরাগী সমাজ সেবী ও দান বীর ব্যক্তি ছিলেন। একটি মান সম্মত বিদ্যালয়ের অভাবে মানুষ যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছিল এমন সময় তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠাকরেন। শিক্ষাকে অগ্রধিকার দিয়ে এবং তাঁর বাবা মায়ের স্মৃতিতে চিরস্থায়ী করান জন্য তিনি বিদ্যালয়টি প্রতিষ্ঠাকরেন।